বাসস
  ১২ আগস্ট ২০২৩, ১৮:৩২

নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে কৃষকলীগের সচেতনতা কর্মসূচি

নীলফামারী, ১২ আগস্ট ২০২৩ (বাসস) : জেলায় আজ ডেঙ্গু প্রতিরোধে তিনদিনের সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে জেলা কৃষকলীগ।
আজ শনিবার বেলা ১১টায় শহরের চৌরঙ্গী মোড়ে সচেতনতা মূলক প্রচারের মধ্য দিয়ে কর্মসুচির উদ্বোধন করেন জেলা কৃষকলীগের সভাপতি ইয়াহিয়া আবিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, পৌর কৃষকলীগের সভাপতি ফজলার রহমান, সদর উপজেলা কৃষকলীগের আহবায়ক ইসাহাক আলী, জলঢাকা উপজেলা কৃষকলীগের সভাপতি রুহাত ফারুক, নীলফামারী পৌরসভার কাউন্সিলর রতœা রানী রায় প্রমুখ।
জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম জানান, ডেঙ্গু প্রতিরোধে জেলায় তিনদিনের সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া রয়েছে। এর মধ্যে রয়েছে লিফলেট বিতরণ, মাইকিং এবং মশা নিধনে শহরের বিভিন্ন ড্রেনে ওষুধ স্প্রে।