বাসস
  ১৩ আগস্ট ২০২৩, ১২:৪৮

ভোলায় জাতীয় শোক দিবস উপলক্ষে শিশু কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

ভোলা, ১৩ আগস্ট, ২০২৩ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলায় আজ চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০ টায় জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির আয়োজনে শিশু একাডেমি কার্যালয়ে শিশু-কিশোরদের নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ আখতার হোসেন জানান, আজকের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১৫ আগস্ট বিষয়ের উপর ক বিভাগে শিশু শ্রেণী থেকে তৃতীয়, খ বিভাগে চতুর্থ থেকে ষষ্ঠ, গ বিভাগে সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত। এছাড়া শোক থেকে শক্তি ও আজকের বাংলাদেশ বিষয়ের উপর রচনা প্রতিযোগিতায় ক বিভাগে চতুর্থ থেকে ষষ্ঠ ও খ বিভাগে সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নিয়েছে।
তিনি আরো জানান, আজকের অনুষ্ঠানে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দেড়’শ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। আগামী ১৫ আগস্ট বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেবেন জেলা প্রশাসক আরিফজ্জামান।