শিরোনাম
ফেনী, ১৩ আগস্ট, ২০২৩ (বাসস): জেলা সদরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন ছাড়া বেকারি পণ্য বাজারজাতকরণের অপরাধে হীরা বিস্কুট (প্রা.) লি. ও মিষ্টিছায়া ফুডসকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সকালে ফেনী বিসিক শিল্প নগরীতে উক্ত আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পূদম পুষ্প চাকমা। অভিযানে প্রসিকিউটর হিসেবে ছিলেন বিএসটিআই, কুমিল্লা কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) আরিফ উদ্দিন প্রিয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করায় এবং মোড়কের গায়ে নিট ওজন, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ সঠিকভাবে উল্লেখ না করে কেক, বিস্কুট ও চানাচুর প্রস্তুত, মোড়কজাত ও বাজারজাত করায় যথাক্রমে হীরা বিস্কুট প্রা. লি. ও মিষ্টিছায়া ফুডসকে নির্দিষ্ট আইনে ১৫ হাজার টাকা ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।