শিরোনাম
ঢাকা, ১৩ আগস্ট, ২০২৩ (বাসস) : গণতন্ত্রী পার্টির নেতৃবৃন্দ সংবিধান অনুযায়ী যথাসময়ে সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন।
গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী কামরুল আহসান খান পারভেজের পরিচালনায় পার্টির এক সভায় নেতৃবৃন্দ এ দাবি জানান।
নেতৃবৃন্দ বর্তমান সরকারের সাফল্য ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে দেশী-বিদেশী ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান।
তারা বলেন, ১৯৭১ সালের পরাজিত শক্তি ও ৭৫’র খুনীরা আজ ঐক্যবদ্ধ। বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকারের দোহাই দিয়ে বিদেশী কায়েমী স্বার্থবাদী গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত। এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সভায় বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির সভাপতিমন্ডলীর সদস্য কানন আরা, এডভোকেট এমএ. গনি, আনিসুর রহমান কচি, অশোক ধর, এডভোকেট এম.এ গফুর, কে.জি মহিউদ্দিন বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস কবির রানা, মিনহাজউদ্দিন সেলিম, সম্পাদকমন্ডলীর সদস্য মানিক লাল দাস, রফিক উদ্দিন চৌধুরী, ইদ্রিস আলী মোল্লা, আতাউর রহমান বাবুল, এম.এ মালেক, জয়পুর জেলা সভাপতি মো. নজরুল ইসলাম, রংপুর জেলা কমিটির সভাপতি নৃপেন্দ্র নাথ রায়, খুলনা জেলা কমিটির সভাপতি আহসান হাবিব বুলু, শেরপুর জেলা কমিটির সভাপতি অবনী অনিমেষ, মোবাইলে সংযুক্ত ছিলেন সভাপতিমন্ডলীর সদস্য যুগল সরকার, মিরা বেগম, সম্পাদকমন্ডলীর সদস্য সমীর চক্রবর্তী, এস.এম মামুন, জুয়েল আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য এস.এম মামুন, আল মামুন রয়েল, এস.এম বাবর, সম্পাদকমন্ডলীর সদস্য তারেক বাপ্পি, কেন্দ্রীয় কমিটির মাহবুবুর রহমান, কনা বেগম, ডা. রোকেয়া বেগম ও এডভোকেট শিরীন সুলতানা।
সভায় দেশের বিভিন্ন জেলা বিশেষ করে বরগুনা, পিরোজপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম, জামালপুর, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, নরসিংদী, শরীয়তপুর, ঝালকাঠি, মানিকগঞ্জ, রাজশাহী, নাটোর, বগুড়া, জয়পুরহাট, রংপুর, নওগা, ঢাকা জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।