বাসস
  ১৪ আগস্ট ২০২৩, ২২:২৫

জ্ঞানী-গুণিজনের কদর না করলে সমাজের উন্নয়ন ও অগ্রগতির ধারা বিকশিত হয় না : আবুল হাসানাত আবদুল্লাহ্

বরিশাল, ১৪ আগস্ট, ২০২৩ (বাসস) : পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেছেন, যে সমাজ জ্ঞানী-গুণিজনের কদর করে না, সে সমাজে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির ধারা বিকশিত হতে পারে না।
তিনি বলেন, সমাজের জ্ঞানী-গুণিজনের সম্মিলিত মেধা, মনন ও কর্মপ্রয়াস যুগে যুগে প্রজন্মের পর প্রজন্মের মাঝে তাদের চিরঞ্জীব করে রাখে।
আজ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার সেরালে বঙ্গবন্ধু সরকারের সাবেক মন্ত্রী মরহুম আবদুর রব সেরনিয়াবাতের মাতা বিশিষ্ট সমাজসেবী বেগম হুরউন নেছার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা , দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মরহুম হুরউন নেছা এর বর্ণ্যাঢ্য জীবন ও কর্মের  ওপর আলোকপাত করে আবুল হাসানাত আবদুল্লাহ আরো বলেন, এ মহিয়সী নারী সমাজের সুবিধাবঞ্চিত নারী সমাজের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সার্বিক কল্যাণে কাজ করে গেছেন। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত স্বীয় মেধা, মনন ও অর্থ দিয়ে এলাকার নারী সমাজের মানোন্নয়নে ভূমিকা রেখে গেছেন। তিনি নতুন প্রজন্মের নারী সংগঠকদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে নারী ও শিশুদের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
পরে মরহুমার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির অব্যাহত সুখ, সমৃদ্ধি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ  মোনাজাত করা হয়।