বাসস
  ১৫ আগস্ট ২০২৩, ২০:২৪

জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের নানা কর্মসূচি 

সাতক্ষীরা, ১৫ আগস্ট, ২০২৩ (বাসস) ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে।
আজ সকাল ৯ টায় খুলনা রোড মোড়ে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে সাতক্ষীরা জেলা প্রশাসন। 
সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়নে জেলা প্রশাসক  মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। 
এ সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের  সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা  মীর মোস্তাক আহমেদ রবি, বিশেষ অতিথি  ছিলেন পুলিশ সুপার  কাজী মনিরুজ্জামান। 
এছাড়া উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক,সাতক্ষীরা জেলার  সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা  মোশারারফ হোসেন  মশু। আরো উপস্থিত ছিলেন -জেলার বীর মুক্তিযোদ্ধাগণ,  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ। 
আলোচনা সভা শুরুর আগে ১ মিনিট নীরবতা পালন করা হয়। 
অপরদিকে বঙ্গবন্ধুর জীবনীর উপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হয় এবং বিভিন্ন একাডেমির শিক্ষার্থীরা বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গান পরিবেশন করে। এছাড়াও বঙ্গবন্ধুকে নিয়ে অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করা হয়।