বাসস
  ১৬ আগস্ট ২০২৩, ১৩:৪৫

মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

মাগুরা, ১৬ আগস্ট, ২০২৩ (বাসস): ‘আতঙ্ক নয়, সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের উপায়’ এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় কালেক্টরেট চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র‌্যালিতে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আব্দুল কাদের, সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী, আনসার ভিডিপি’র সদস্যবৃন্দসহ জেলা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। জেলা প্রশাসন ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক এ র‌্যালির আয়োজন করে।