শিরোনাম
চট্টগ্রাম, ১৬ আগস্ট ২০২৩ (বাসস): চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু কন্ট্রোল রুম বিলম্বে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ বিকেলে জানিয়েছে, ডেঙ্গু আক্রান্ত মোজাহের মাওলা (৪০) নগরীর ওআর নিজাম রোডস্থ বেসরকারি মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ আগস্ট মৃত্যুবরণ করেন।
নগরীর আকবর শাহ এলাকার বিশ^ কলোনির বাসিন্দা মোজাহের মাওলা ডেঙ্গু আক্রান্ত হলে গত ৮ আগস্ট তাকে মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করানো হয়। ওইদিনই তার মৃত্যু হয়। এ নিয়ে চট্টগ্রামে গত জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ৩৮ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৯১ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৬৩ জন এবং বেসরকারি হাসপাতালে ২৮ জন। সরকারি হাসপাতালের ৬৩ রোগীর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩১ জন, ফৌজদারহাট বিআইটিআইডি’তে ২১ জন, জেনারেল হাসপাতালে ৬ জন ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন ভর্তি হয়েছেন।
চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ২৯৫ জনে। এদের ২ হাজার ৫৪১ জন সরকারি হাসপাতালে এবং ১ হাজার ৭৫৪ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। সরকারি-বেসরকারি মিলিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৪৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৪৯ জন।