শিরোনাম
নাটোর, ১৭ আগস্ট, ২০২৩ (বাসস) : জেলার ২০টি কেন্দ্রে বৃহস্পতিবার সকাল ১০টায় একযোগে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। বৃহত্তম এ পাবলিক পরীক্ষায় ১০ হাজার ৯২৫ শিক্ষার্থী অংশগ্রহণ করছে।
সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজন এবং আইন শৃংখলা পরিস্থিতি সমুন্নত রাখতে পরীক্ষার কেন্দ্র সচিবদের নিদের্শনা প্রদান করা হয়েছে। গত ৭ আগস্ট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় পরীক্ষা কেন্দ্রের আশেপাশের ঝোঁপঝাড় পরিষ্কার করারও নির্দেশনা প্রদান করা হয় সভায়।
নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জহিরুল ইসলাম, রাজশাহী শিক্ষা বোর্ডের নীতিমালা অনুযায়ী পরীক্ষা গ্রহন করতে পরীক্ষার দায়িত্বে নিয়োজিত শিক্ষকমন্ডলীকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়েছে।
নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ এবং দিঘাপতিয়া এম কে অনার্স কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার। সুষ্ঠু-সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।
জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বলেন, সুষ্ঠুভাবে এইচএসসি পরীক্ষা আয়োজনে ইতোমধ্যে প্রস্তুতি সভায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ পরীক্ষাকেন্দ্রগুলো পরিদর্শন করবেন এবং পর্যবেক্ষনে রাখবেন। সফলভাবে পরীক্ষা সম্পন্ন করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর।