শিরোনাম
ঢাকা, ১৭ আগস্ট, ২০২৩ (বাসস) : রাজধানীতে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই, মাদক বিক্রয় ও গাড়ি চুরির অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-৩ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক বাসসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতা বাবুলসহ ৪ জনকে আটক করে।
আটককৃতরা হচ্ছে মো. বাবুল হোসেন (৫৩), আব্দুল হালিম (৩৮), মো. আমির হোসেন (২৮) ও মো. ইসহাক বেপারী (১৯)।
ফারজানা হক জানান, তাদের কাছ থেকে পুলিশ মনোগ্রামযুক্ত ১টি কাধ ব্যাগ, পুলিশ লেখা সম্বলিত ১টি পিস্তল কভার, চাবিসহ ১টি হ্যান্ডকাপ, ২ টি চাকু, ৫০ পিস ইয়াবা, ছিনতাইকৃত কিছু টাকা এবং একটি চোরাই সিএনজি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, ডিবি পুলিশ পরিচয়ে তারা রাজধানীর বিভিন্ন এলাকায় নির্বিঘেœ ছিনতাই, মাদক বিক্রয় এবং গাড়ি চুরি করে আসছিলো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।