বাসস
  ১৮ আগস্ট ২০২৩, ১২:১৪

সাতক্ষীরায় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের জাতীয় শোক দিবস পালন

সাতক্ষীরা, ১৮ আগস্ট, ২০২৩ (বাসস): শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ জেলা শাখার উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের জেলা সভাপতি শেখ রাশেদুজ্জামান রাশির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ মো. নজরুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন জেলা জেলা আওয়ামী লীগের  সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক আ হ ম তারেক উদ্দীন, আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, শিক্ষা মানবসম্পদ উন্নয়ন সম্পাদক লাইলা পারভীন সেঁজুতি, স্বাস্থ্য জনসংখ্যা সম্পাদক  ডা. সুব্রত ঘোষ, সদস্য নাজমুন আসিফ মুন্নী, সদর থানা সভাপতি শেখ আব্দুর রশিদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৫ আগস্ট বাঙালি জাতির জন্য নির্মমতার দিন। স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারসহ ১৫ আগস্ট নিহত সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আলোচনা সভার শেষে গণভোজ অনুষ্ঠিত হয়।
শহরের সুলতানপুরস্থ শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয়ে অনুষ্ঠানটি রাত সাড়ে ১১টায় শেষ হয়।