বাসস
  ১৮ আগস্ট ২০২৩, ২১:৩৭

সিলেট বিভাগে ৮ জন ডেঙ্গু আক্রান্ত

সিলেট, ১৮ আগস্ট, ২০২৩ (বাসস): গত ২৪ ঘন্টায় সিলেটে ৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। সিলেট বিভাগের ৪ জেলায় এ পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন ৭৮০ জন।  
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, বৃহস্পতিবার (১৭ আগস্ট) থেকে শুক্রবার (১৯ জুলাই) পর্যন্ত সিলেট বিভাগে আরও ৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৫ জন, হবিগঞ্জে ১ জন এবং মৌলভীবাজারে ২ ভর্তি রয়েছেন।
গত ২৪ ঘন্টায় ১২ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। এ নিয়ে বিভাগে মোট ৭১৩ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয়ের তথ্য অনুয়ায়ী, এ বছর জানুয়ারি থেকে এ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে ৭৮০ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে গত ২ মাসে আক্রান্ত হয়েছেন ৭১৬ জন। জুলাই মাসে আক্রান্তের সংখ্যা ছিল ৩৮২ জন। আর এ মাসের ১৮ তারিখ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৩৪ জন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২০ জন, সুনামগঞ্জে ভর্তি রয়েছেন ৪ জন, হবিগঞ্জে ভর্তি রয়েছেন ৩৬ জন, মৌলভীবাজারে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৭ জন।