শিরোনাম
নীলফামারী, ১৮ আগস্ট, ২০২৩ (বাসস) : জেলায় আজ দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে মোট ৩১ লাখ টাকার অনুদান বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল ও সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে এই অনুদান প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এসব অনুদান বিতরণ করেন সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
এ উপলক্ষে শহরের উপজেলা সড়কে সংসদ সদস্যের বাসভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আসাদুজ্জামান নূর বলেন,‘মাননীয় প্রধানমন্ত্রী নানানভাবে দরিদ্র ও অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসেন। বিধবা ভাতা, বয়ষ্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, স্বামী পরিত্যক্তা নারীর ভাতাসহ নানা ধরনের ভাতা চালু আছে। সমাজসেবা কার্যালয় থেকে কিডনী রোগ, ক্যান্সার, হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় সরকার অনুদান দেন। সরকার নানাভাবে মানুষকে সহযোগিতা করার চেষ্ঠা করছেন।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী প্রমুখ।
সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মো. তরিকুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর কল্যাণ ও ত্রাণ তহবিল থেকে ১৫জনের মাঝে ৮ লাখ ৫০ হাজার টাকা, ইসরাত জাহান নামে একজন জাতীয় ভলিবল দলের নারী খেলায়ারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র এবং ৬৩ জনের মাঝে সংসদ সদস্যের স্বেচ্ছাতহবিল থেকে দুই লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয় ।