বাসস
  ২০ আগস্ট ২০২৩, ১৩:২৫

বগুড়ায় স্মার্ট ভূমি অফিস বাস্তবায়নের লক্ষ্যে প্রশিক্ষণ

বগুড়া, ২০ আগস্ট,২০২৩ (বাসস) : বগুড়া সার্কিট হাউজের  হল রুমে আজ রোববার  বেলা ১১টায় স্মার্ট ভূমি অফিস বাস্তবায়নের  লক্ষ্যে বগুড়া জেলার ভূমি কর্মকর্তাদের  এক দিনের  প্রশিক্ষণে আয়োজন করা হয়। ভূমি মন্ত্রণালয় ও জেলা  প্রশাসনের  উদ্যোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম। এতে প্রধান অতিথি  হিসেবে অনলাইনে সংযুক্ত হন ভূমি সচিব খলিলুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে যোগ দেন রাজশাহী বিভাগীয়  কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের  যুগ্মসচিব  ড. মো: জাহিদ জোসেন পনির, ভূমি উপ সচিব সেলিম আহম্মেদ, বগুড়ার অতিরিক্ত জেলা  প্রশাসক(রাজস্ব) নিলুফা ইয়াসমিন।
অনুষ্ঠানে  প্রধান অতিথি ভূমি সচিব  বলেন, স্মাট ভূমি অফিস এর মাধ্যমে স্মার্ট ভূমিসেবা নিশ্চিত করতে হবে।  অনুষ্ঠানে সহকারী ভূমি কমিশনার ও ভূমি অফিসের কর্মকর্তার উপস্থিত ছিলেন।