বাসস
  ২০ আগস্ট ২০২৩, ১৪:১৮

ভোলায় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলা, ২০ আগস্ট, ২০২৩ (বাসস) : জেলায় আজ মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা চলমান উন্নয়ন কর্মকান্ড’র চিত্র তুলে ধরেন।
এসময় জেলা প্রশাসক বলেন, ভোলা পর্যটনের জন্য উপযোগী জেলা। তাই এখানকার প্রকল্প গ্রহণের ক্ষেত্রে পর্যটনের বিষয়টা বিবেচনা করতে হবে। শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া ভোলা খালকে সৌন্দর্য বর্ধনের মাধ্যমে আরো আকৃষ্ট করার পরিকল্পনার কথা জানান তিনি। এসময় চলমান উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার কথা ও  বলেন জেলা প্রশাসক।
সভায় আরো বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো: মাহিদুজ্জামান, জেলা সিভিল সার্জন ডা: কে এম শফিকুজ্জামান, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম মূসা, জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান, জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো: ইব্রাহিম খলীল, পানি উন্নয়ন বোর্ড’র নির্বাহী প্রকৌশলী মো: হাসানুজ্জামান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো: হাসান ওয়ারিসুল কবীর, জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদ্যুল্লা প্রমূখ।