বাসস
  ২১ আগস্ট ২০২৩, ১০:৩৫

বগুড়ায় কাঙ্খিত বৃষ্টি : পাট জাগ দিতে ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

বগুড়া, ২১ আগস্ট, ২০২৩ (বাসস) :  জেলায় দীর্ঘ দিন পর কাঙ্খিত  বৃষ্টি হওয়ায় খাল-বিল ডোবাতে  পাট জাগ দেয়া ও আশঁ ছাড়াতে  ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। অনাবৃষ্টিতে পাট গাছ পরিপূর্ণ হওয়া র পর ও কৃষকরা পাট গাছ কেটে বৃষ্টির অপেক্ষায় মাঠেই রেখেছিল। এখন তারা খাল বিল ডোবার পাশে বসে পাটের আঁশ  ছাড়াচ্ছেন।এবার পাটে ভালো দাম পওয়ার আশা করছেন  তারা ।
 যে কৃষকরা প্রায়োজনীয় পানি অভাবে পাট গাছ মাঠে রেখেছিল তারা দ্রুত সময়ের মধ্যে পরিপক্ক পাট কেটে জাগ দিচ্ছে। অন্য দিকে যারা স্বল্প পানিতে পাট কোন রকমে জাগ দিয়েছিলেন  তারা এখন পাটের আঁশ  ছাড়িয়ে  রোদে শুকাতে  ব্যস্ত সময় পার করছেন।।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচলাক মতলুবর রহমান জানান, এ বগুড়া এ বছর পাট চাষের লক্ষ্যমাত্র ধরা হয়েছে ১০ হাজার ৬৯ হেক্টর জমিতে। এ কৃষি কর্মকর্তা জানান, এ  বছর উৎপাদন লক্ষ্যমাত্র এখনও ধরা হয়নি। গত বছর পাট চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১২হাজার ৩৬৫ হেক্টর জমিতে। আর উৎপাদন লক্ষ্যমাত্র গত বছর ধরা হয়েছিল ১ লাখ ৬৭ হাজার ৬৭৪ কেজি।