বাসস
  ২১ আগস্ট ২০২৩, ২৩:৫৪

বোমাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গিকার নিয়ে সিলেটে গ্রেনেড হামলা দিবস পালিত

সিলেট,২১ আগস্ট, ২০২৩ (বাসস) : বোমাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গিকার নিয়ে সিলেটে নানা আয়োজনে গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে।
আজ দুপুর ১২টায় মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেনের নেতৃত্বে গ্রেনেড হামলা দিবস উপলক্ষে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে ঐতিহাসিক কোর্ট পয়েন্টে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে। কিন্তু বারবার গ্রেনেড হামলার পরেও আওয়ামী লীগ রাজপথ ছাড়েনি। তারা বলেন, বোমা বাজদের পৃষ্ঠপোষকদের বাংলা মাটিতে স্থান হতে পারে না।
এদিকে বিকেলে সিলেট জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সিলেট নগরীতে পৃথকভাবে ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস পালন করেছে।
একর্মসুচীতে নেতৃত্বে দেন সিলেট জেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহনান চৌধুরী,সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খাঁন।
এতে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশনেন।