শিরোনাম
জয়পুরহাট, ২২ আগস্ট, ২০২৩ (বাসস): ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে ৭নং সেক্টরে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণকারী গেরিলা মুক্তিযোদ্ধা জেলার পাঁচবিবি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলীকে আজ মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তিনি সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বার্ধ্যক্ষজনিত কারণে ঢাকাইয়াপট্টি মহল্লায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না...রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি ২ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পাচঁবিবি বায়তুন নূর জামে মসজিদে তার নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মুক্তিযোদ্ধা কমপ্লে ক্স ভবন চত্ব¡রে থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা। পরে সরকারি কবরস্থানে (মুক্তিযোদ্ধাদের নির্দিষ্ট স্থানে) তার দাফন সম্পন্ন হয়। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, মুক্তিযুদ্ধের গবেষক ও সংস্কৃতি কর্মী আমিনুল হক বাবুল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, সম্পাদক ও কুসুমবা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, বালিঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনীল রায়, প্রেসক্লাব সভাপতি আব্দুল হালিম সাবু, সম্পাদক উল্লাস কুমার হাজরা ।