বাসস
  ২২ আগস্ট ২০২৩, ১৭:০২

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ১৬১ রোগী 

চট্টগ্রাম, ২২ আগস্ট, ২০২৩ (বাসস) : চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত এক মহিলা ও এক পুরুষ রোগীর মৃত্যু এবং নতুন করে ১৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ৪ দিনে ৯ ও ২২ দিনে ২৩ জনের মৃত্যু হলো। 
জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু কন্ট্রোল রুম আজ বিকেলে জানিয়েছে, ডেঙ্গুর এনএস-১ ভ্যারিয়েন্টে আক্রান্ত দক্ষিণ কাট্টলীর লক্ষ্মী মহাজন বাড়ির ৩৭ বছর বয়সী রতœা রাণী রায়কে গতকাল নগরীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকালই তার মৃত্যু ঘটে। এমদাদুল হোসেন নামে ৩১ বছরের অপর পুরুষ রোগীও মৃত্যুবরণ করেন বেসরকারি এভারকেয়ার হাসপাতালে। সীতাকু- বাড়বকু- এলাকার মাদারিতলার বাসিন্দা এমদাদের ডেঙ্গু শনাক্ত হলে তাকে ২০ আগস্ট এভারকেয়ারে ভর্তি করানো হয়। একদিন পর এখানে তিনি মৃত্যুবরণ করেন। তিনিও এনএস-১ ভ্যারিয়েন্টে আক্রান্ত ছিলেন। এ নিয়ে চলতি মাসের ২২ দিনে ২৩ ও এ বছরে ৪৮ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। 
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১৬১ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৮০ জন এবং বেসরকারি হাসপাতালে ৮১ জন। সরকারি হাসপাতালে ৮০ রোগীর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬, জেনারেল হাসপাতালে ৬, বিআইটিআইডি’তে ১৪ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ জন। ফলে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬৭ জনে। এদের ২ হাজার ৮৪০ জন সরকারি হাসপাতালে এবং ২ হাজার ২৭ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। সরকারি-বেসরকারি মিলিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৮৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৫৮৩ জন।