বাসস
  ২৩ আগস্ট ২০২৩, ১৩:১৯

রাঙ্গামাটিতে ইউনিয়ন পর্যায়ে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম শুরু

রাঙ্গামাটি, ২৩ আগস্ট, ২০২৩ (বাসস): জেলার সদর উপজেলাধীন ইউনিয়ন পর্যায়ের সাড়ে ৫হাজার  সুবিধাভোগী পরিবারের মাঝে  টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার  সকাল ১০টায় শহরের শিশু পার্ক এলাকায় টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান।
উদ্বোধনী অনুষ্ঠানে  অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, রাঙ্গামাটি টিসিবি ডিলার ঝিল্লুল মজুমদার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ কার্যক্রমের আওতায়  প্রতিটি  পরিবার  ৪৭০ টাকায় ২ কেজি তেল, ২ কেজি ডাল, ৫ কেজি চাল কিনতে পারছে।
উদ্বোধনীর প্রথম দিন আজ  রাঙ্গামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের ১০৫০ কার্ডধারী পরিবার এ পণ্য কেনার সুযোগ  পাবে।