বাসস
  ২৫ আগস্ট ২০২৩, ১৫:৫৯

নওগাঁয় আঞ্চলিক মহাসড়কসমূহের উন্নতীকরণ কাজ এগিয়ে চলেছে

নওগাঁ, ২৫ আগস্ট, ২০২৩ (বাসস): জেলা সড়ক বিভাগের উদ্যোগে নওগাঁ-বদলগাছি-পতœীতলা-সাপাহার-পোরশা-রহনপুর আঞ্চলিক মহাসড়কের মোট ৩৩ কিলোমিটার প্রশস্ততায় উন্নীতকরণ কাজ এগিয়ে চলেছে। 
"নওগাঁ সড়ক বিভাগাধীন ৩টি আঞ্চলিক মহাসড়ক এবং ৩টি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ " প্রকল্পের আওতায় ১৯৯ কোটি টাকা ব্যায়ে মোট ৪টি প্যাকেজে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
নওগাঁ সড়ক উপ-বিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিক জানিয়েছেন- প্রকল্পে রয়েছে ১ কিলোমিটার চার লেন সড়ক, ২.৮৫ কিলোমিটার রিজিড পেভমেন্ট, ৩টি ইন্টারসেকশন, ৩৩ কিলোমিটার সড়ক প্রসস্থকরণ ও মজবুতীকরণ, ৩০  কিলোমিটার সার্ফেসিং কাজ এবং ৮টি কালভার্ট নির্মাণ।
প্রকল্পে পতœীতলা উপজেলায় সদর অংশে কাজ শুরু হয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে নওগাঁ জেলা সদরের সাথে বদলগাছি,  পতœীতলা, সাপাহার, পোরশা ও ধামইরহাট উপজেলা এবং পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জ জেলার একাংশের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ এবং সুলভ হবে।