বাসস
  ২৬ আগস্ট ২০২৩, ১১:৪৫

টানা বৃষ্টি হওয়ায় স্বস্থিতে যশোরের আমন চাষিরা

যশোর, ২৬ আগস্ট, ২০২৩ (বাসস): চলতি আমন মৌসুমে জেলার চৌগাছা উপজেলার ১১টি ইউনিয়ন ও  পৌরসভার প্রায় ২০ হাজার হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে। টানা দু’দিনের বৃষ্টিতে চৌগাছা উপজেলার আমন চাষিদের মনে স্বস্তি ফিরেছে।
এ বছর আষাঢ় ও শ্রাবণে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় আমন চাষের প্রায় ৮০ ভাগ জমিতে সেচের মাধ্যমে ধান রোপণ করা হয়। শ্রাবণ শেষ হয়ে গেলেও তেমন বৃষ্টি না হওয়ায় সেচ কার্যক্রম চালু রাখতে হয়।
সিংহঝুলি গ্রামের সাবের আলী সরদার, সাইফুল ইসলাম, সামছুল হুদা দফাদার, টনিরাজ, সাগর খান, ইছাহক আলী দফাদারসহ আরো অনেকে জানান, ভাদ্র মাসে যে বৃষ্টিটুকু হচ্ছে তাতেই আমন ধানের বেশ উপকার হচ্ছে।
উপজেলার রামকৃষ্মপুর গ্রামের আমন চাষি, নুরুল ইসলাম, আব্দুল লতিফ পন্ডিত জানান বর্তমানে যে বৃষ্টিপাত হয়েছে তাতেই মাঠে আমন ধানের চেহারায় পরিবর্তন এসেছে।
চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হুসাইন জানান, চলতি মওসুমে আষাঢ় ও শ্রাবণ মাসে বৃষ্টিপাত কম হওয়ায় আমন ধানের চাষ নিয়ে দুঃশ্চিন্তায় ছিল চাষিরা। এই বৃষ্টি ধান চাষিরা উপকৃত হবেন।