বাসস
  ২৬ আগস্ট ২০২৩, ১৮:৫৩

ভোলায় ‘মা ইলিশ’ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে সচেতনতা সভা

ভোলা, ২৬ আগস্ট ২০২৩ (বাসস) : জেলার দৌলতখান উপজেলায় আজ ‘মা ইলিশ রক্ষা করুন, ইলিশ সম্পদ বৃদ্ধিতে সহায়তা করুন’ শীর্ষক স্লোগান নিয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতাসভা অনুষ্ঠিত হয়েছে। 
আজ শনিবার দুপুরে উপজেলার মদনপুর ইউনিয়নের পাটোয়ারী বাজারে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান। 
ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে উপজেলা মৎস্য অফিস এ সচেতনতা সভার আয়োজন করে।
জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভোলার পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন, দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মো. সাইদুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজ হাসনাইন প্রমূখ।
এসময় জেলা প্রশাসক বলেন, সরকার মা ইলিশ রক্ষায় কাজ করে যাচ্ছে। নির্দিষ্ট সময়ে ইলিশের বংশ বিস্তারের জন্য ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মা ইলিশ শিকার করলে পরবর্তি সময়ে ইলিশের সংকট দেখা দিবে। তাই নির্ধারিত সময়ে আইন মান্য করে সকলকে ইলিশ শিকার থেকে বিরত থাকতে হবে। 
অনুষ্ঠানে জেলে ও মৎস্যজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।