শিরোনাম
সুনামগঞ্জ, ২৭ আগস্ট ২০২৩ (বাসস): জেলায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা তথ্য অফিসের উদ্যোগে আলোচনাসভা, দোয়া ও মিলাদ- মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুরে সুনামগঞ্জ সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিম।
জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আব্দুছ ছাত্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সুনামগঞ্জ জেলা ইউনিট কমান্ড-এর সাবেক কমান্ডার হাজী নুরুল মোমেন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মো. রিয়াজ উদ্দিন, উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. মনসুর রহমান খান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব জামান প্রমুখ।
সভা শেষে, জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।