বাসস
  ২৭ আগস্ট ২০২৩, ২১:০৬

নীলফামারীর ডোমারে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে সভা

নীলফামারী, ২৭ আগস্ট ২০২৩ (বাসস) : জেলার ডোমার উপজেলায় আজ সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলমের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার ও বেগম রৌশন কানিজ, বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, ডোমার পৌরসভার প্যানেল মেয়র সেলিম রেজা প্রমুখ।
সভায় সর্বজনীন পেনশন স্কিমের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সোনালী ব্যাংক-এর ডোমার শাখার ব্যবস্থাপক পঙ্কজ কান্তি রায়।
এসময় জানানো হয়, প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রবাস স্কিম, বেসরকারি চাকুিরজীবিদের জন্য প্রগতি স্কিম, স্ব-কর্ম ও অপ্রাতিষ্ঠানিক কর্মীদের জন্য সুরক্ষা স্কিম এবং স্বল্প আয়ের ব্যক্তিদের জন্য সমতা স্কিমসহ মোট চারটি সর্বজনীন পেনশন স্কিম চালু হয়েছে। এ স্কিমে সর্বনি¤œ দশবছর এবং সর্বোচ্চ ৪২ বছর পর্যন্ত মাসিক চাঁদা প্রদান করতে হবে। ১৮ থেকে ৫০ বছর বয়সী যেকোন বাংলাদেশী নাগরিক এ স্কিমের আওতায় আসবে।