বাসস
  ২৮ আগস্ট ২০২৩, ১৭:২৯

ফেনীতে পাইপ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

ফেনী, ২৮ আগস্ট ২০২৩ (বাসস) : জেলায় আজ ‘বিএসটিআই’-এর নিবন্ধন ব্যতীত ‘ইউপিভিসি’ পাইপ উৎপাদন, মানচিহ্ন ব্যবহার ও বাজারজাতকরণের দায়ে “বিপিএল পিভিসি এন্ড স্যানিটারি” নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার দুপুরে শহরতলীর মধ্যম চাঁড়ীপুরে উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা ও জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা।
এসময় প্রসিকিউটর হিসেবে ছিলেন ‘বিএসটিআই’-এর কুমিল্লা কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) শহীদুল ইসলাম।
বিএসটিআই কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, ভ্রাম্যমান আদালতের কাছে অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিকপক্ষ ‘বিএসটিআই’ হতে নির্দিষ্ট লাইসেন্স গ্রহণ করে মানসম্মত ইউপিভিসি পাইপ উৎপাদন করার মুচলেকা দিয়েছে।