বাসস
  ২৯ আগস্ট ২০২৩, ১৯:৩২

নওগাঁয় শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন ও অপরজনের ১৪ বছর কারাদন্ড

নওগাঁ, ২৯ আগস্ট ২০২৩ (বাসস) : জেলায় আজ শিশু ধর্ষনের পৃথক মামলায় একব্যক্তিকে যাবজ্জীবন এবং অপর ব্যক্তিকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত।
রায়ে উভয় আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও তিনমাস করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্্রাইবুনাল-২ এর বিচারক মো. মেহেদী হাসান তালুকদার এ দু’টি মামলার রায় ঘোষনা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবি মো. মকবুল হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, শিশু ধর্ষনের ঘটনায় ২০১৯ সালের ৫ জুন তারিখে ধামরইহাট থানায় দায়েরকৃত মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আব্দুস সালাম (৫০) জেলার ধামইরহাট উপজেলার উত্তর দুর্গাপুর গ্রামের মৃত আয়েজ উদ্দিনের পুত্র।
অন্যদিকে, শিশু ধর্ষনের ঘটনায় ২০২২ সালের ২০ আগস্ট সদর থানায় দায়েরকৃত মামলায় ১৪ বছর সশ্রম কারাদন্ডপ্রাপ্ত সুমন হোসেন (২৫) জেলার সদর উপজেলার চকচাপাই গ্রামের মো. আমিনুল ইসলামের পুত্র।