বাসস
  ৩১ আগস্ট ২০২৩, ১৬:২০

নাটোরে অন্তিম শয়ানে শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি

নাটোর, ৩১ আগস্ট, ২০২৩ (বাসস) : হাজারো মানুষের ভালবাসায় সিক্ত হয়ে আজ অন্তিম শয়ানে শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। জেলার গুরুদাসপুরে বিলসা ঈদগাহ মাঠে বেলা দুইটার দিকে জানাজার নামাজ শেষে সংলগ্ন গোরস্থানে তাকে দাফন করা হয়।
নাটোরে আজ বেলা ১১টায় বড়াইগ্রাম পাইলট হাইস্কুল মাঠে দিনের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরআগে উপজেলা নির্বাহী অফিসার মারিয়াম খাতুনের নেতৃত্বে এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
জানাজার নামাজের প্রাক্কালে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বক্তব্য রাখেন।
বিপুল সংখ্যক মুসল্লীর সঙ্গে জানাজার নামাজে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এবং শহিদুল ইসলাম বকুল, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান।
এরপরে গুরুদাসপুর পাইলট হাইস্কুল মাঠে এবং বাদ জোহর বিলসা ঈদগাহ মাঠে আরো দু’টি জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।  
৭৭ বছর বয়সে গতকাল সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অধ্যাপক আব্দুল কুদ্দুস ইন্তেকাল করেন। গতকাল বাদ জোহর জাতীয় সংসদ ভবনের ন্যাম মসজিদ প্রাঙ্গনে তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক কুদ্দুস বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নাটোর-৪ আসন (বড়াইগ্রাম ও গুরুদাসপুর) থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বিতীয় বারের মতো নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।