বাসস
  ৩১ আগস্ট ২০২৩, ১৭:১০
আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ১৭:১৯

গোপালগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প অবহিতকরণ সভা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ৩১ আগস্ট, ২০২৩ (বাসস) : জেলায় পার্টনারশিপ ইন ব্র্যাক ব্যাংক-কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রকল্প অবহিতকরণ ও সমিতি গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের ছিলনা পূর্বপাড়া গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ব্রাক ব্যাংক এ সভার আয়োজন করে।
এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক(পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং) জেবুন নেছা জাবেদুর। বিশেষ অতিথি বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং) মো. মতিউর রহমান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (প্রশাসন) মো. জহিরুল হক।
প্রকল্পের ফোকাল পারসন ড. বিজয় কৃষ্ণ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায়  গোপালগঞ্জ খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক সঞ্জয় কুন্ডু, প্রকল্পের মনিটরিং কর্মকর্তা বিবেকানন্দ হীরা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার, ছিলনা গ্রামের প্রবীণ কৃষক প্রভাত বিশ্বাসসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, এ প্রকল্পের মাধ্যমে প্রান্তিক কৃষকদের সংগঠিত করে কৃষির উন্নয়ন ঘটানো হবে। এ শ্রেণির কৃষকের পেশাগত দক্ষতা আধুনিকায়ন হবে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষিতে দেশ আরো সমৃদ্ধ হবে। প্রান্তিক কৃষকের আয় বৃদ্ধি পাবে। ফলে তাদের জীবন মানের উন্নয়ন ঘটবে।