বাসস
  ৩১ আগস্ট ২০২৩, ২১:৫৪

সিলেটের উন্নয়নে যুক্তরাজ্যের প্রিন্সেস ফাউন্ডেশন সহযোগিতা দিবে

সিলেট, ৩১ আগস্ট, ২০২৩ (বাসস) : সিলেট নগরীকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার জন্য প্রিন্সেস ফাউন্ডেশন এবং সিলেট সিটি করপোরেশন যৌথভাবে কাজ করবে।
আজ বৃহস্পতিবার সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে যুক্তরাজ্যের প্রিন্সেস ফাউ-েশনের প্রতিনিধি ভিক্টোরিয়া হোবে সৌজন্য সাক্ষাতকালে সিসিক এর উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ও সিসিক এবং প্রিন্সেস ফাউ-েশনের যৌথ উদ্যোগে সিলেট মহানগরীর ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাব্যতা বিষয়ে আলোচনা করেন।
ভিক্টোরিয়া হোবে সিলেটের নগর উন্নয়নে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেন এবং প্রবাসী বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করার জন্য মেয়রের প্রতি আহ্বান জানান।
মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ৪টি বিশ্বমানের স্কুল স্থাপনের ব্যাপারে প্রিন্সেস ফাউ-েশনের সহযোগিতা কামনা করেন। ভিক্টোরিয়া হোব মেয়রের উদ্যোগকে স্বাগত জানিয়ে স্কুল প্রতিষ্ঠা ও পরিচালনায় প্রিন্সেস ফাউ-েশনের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।