শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া, ১ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর রাজনৈতিক পালাবদলের ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘আগস্ট ১৯৭৫’ বৃহস্পতিবার রাতে জেলার আশুগঞ্জে ‘আগস্ট ১৯৭৫’ চলচ্চিত্র প্রর্দশিত হয়েছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা তথ্য অফিসের উদ্যোগে আশুগঞ্জ উপজেলার খোলাপাড়া বাজারে আয়োজিত ‘আগস্ট ১৯৭৫’ চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) শ্যামল চন্দ্র বসাক।
স্থানীয় শরীফপুর ইউপি চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধুরী সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আশুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাহিদ আহাম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান কবির, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য মো. বিল্লাল ভূইঁয়া ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মারুফ আহাম্মেদ রনি প্রমুখ।
বিপুল সংখ্যক দর্শক ‘আগস্ট ১৯৭৫’ চলচ্চিত্রটি দেখেন।
আহমেদ রনি'র চিত্রনাট্যে ‘আগস্ট ১৯৭৫’ চলচ্চিত্রটি শামীম শাপলা মিডিয়াা ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত হয়। এটি যৌথভাবে পরিচালনা করেছেন সেলিম খান ও শামীম আহমেদ রনি। ‘আগস্ট ১৯৭৫’ চলচ্চিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, তৌকির আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, তাসকিন রহমান, আনিসুর রহমান মিলন, তানভিন সুইটি, দিলারা জামান, মাজনুন মিজান ও মাসুমা রহমান নাবিলা প্রমুখ।