বাসস
  ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪০

গোপালগঞ্জে শিক্ষকদের অংশ গ্রহণে নিরাপদ খাদ্য নিয়ে জনসচেতনতা মূলক সভা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ২ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস): গোপালগঞ্জে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের
শিক্ষকদের অংশ গ্রহণে   আজ নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শহরের উত্তর গোপালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  আজ সকালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয় এ সভার আযোজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্য  রাখেন গোপালগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার সুব্রত কুমার সাহা ও এসএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া খানম।
উত্তর গোপালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জয়নব খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা মুন্নি খানম।
শিক্ষক অর্চণা রায়ের সঞ্চলনায় অনুষ্ঠিত এ জনসচেতনতা মূলক সভায় প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষক ও শিক্ষিকা অংশ নেন।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা মুন্নি খানম বলেন, ‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় সকলের জন্য নিরাপদ খাদ্য’। এটি বাস্তবায়নে উৎপাদন থেকে শুরু করে খাবার প্লে­টে পরিবেশিত  খাদ্য নিরাপদ করতে আমরা কাজ করছি। বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির মধ্য দিয়ে আমরা এ কার্যক্রমকে আরো গতিশীল করে চলেছি ।