বাসস
  ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৪:১৪

ভোলা সরকারি কলেজে ছাত্রী হোস্টেল চালু

ভোলা, ৩ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস) : ভোলা সরকারি কলেজে এ প্রথম চালু করা হলো ছাত্রী হোস্টেল। রোববার সকাল ১০ টায় কলেজ ক্যাম্পসে ৫ তলা বিশিষ্ট হলটি উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল গফুর। ১’শ ৩২ সিট বিশিষ্ট ছাত্রীনিবাসটি চালু হওয়ার মাধ্যমে ছাত্রীদের দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণ হলো। ৫ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নির্মাণ কাজ বাস্তবায়ন করে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল গফুর জানান, হলটি চালু হওয়ার ফলে দূর দূরান্ত থেকে কলেজে পড়তে আসা মেয়েদের দীর্ঘদিনের কষ্ট লাঘব হলো। এখন এখানে থেকেই মনোরম পরিবেশে ছাত্রীরা লেখাপড়ার সুযোগ পাবে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে হলটি নামকরণের জন্য আমরা সংশ্লিষ্ট দপ্তরে আবেদন পাঠিয়েছি। সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা হলটিতে রয়েছে বলেও জানান তিনি।
এসময় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: এনায়েতউল্লাহ, শিক্ষক পরিষদ সাধারণ সম্পাদক মোহাম্মদউল্লাহ, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফজলে ইলাহী, হোষ্টেল সুপার মিজানুর রহমান, সহকারী হোষ্টেল সুপার ফাহমিদা ইসলাম পুস্পসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্রীসহ তাদের অভিবাবকরা উপস্থিত ছিলেন।
এর আগে হলে আগত ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন হোস্টেল কতৃপক্ষ।