বাসস
  ০৪ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৪

ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি

ঝিনাইদহ, ৪ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস): ‘এডিস মশা নির্মূলে সোচ্চার রই, দায়িত্বশীল নাগরিক হই’ এই শ্লোগানে ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে  পরিচ্ছন্নতা অভিযান, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার সকালে সদর উপজেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে  একটি র‌্যালি বের করা হয়। র‌্যলিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে মুক্ত মঞ্চে এসে শেষ হয়। 
র‌্যালি শেষে মুক্তমঞ্চে ডেঙ্গু প্রতিরোধে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 
জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে  এ আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, সদর উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মিথীলা ইসলাম প্রমুখ । পরে মশক নিধনে শহরের বিভিন্ন স্থানে ঔষধ স্প্রে করা হয়।