বাসস
  ০৪ সেপ্টেম্বর ২০২৩, ২১:৪৫

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে নড়াইল জেলা পুলিশের প্রতীকী চেয়ার

নড়াইল, ৪ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস) : বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে নড়াইল জেলা পুলিশের উদ্যোগে আজ প্রতীকী চেয়ার স্থাপন করা হয়েছে।
পুলিশ সুপার (এসপি) সাদিরা খাতুন জানান, নড়াইল জেলার প্রতিটি থানা ও পুলিশ সুপারের কার্যালয়ে  এসব প্রতীকী চেয়ার সংরক্ষিত থাকবে।
সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে ৫টি প্রতীকী চেয়ারে জেলার ৫ জন বীর মুক্তিযোদ্ধাকে বসিয়ে সম্মান জানানো হয়।
এ সময় পুলিশ সুপার সাদিরা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী,বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর,বীর মুক্তিযোদ্ধা এসএ বাকী,বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু,নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওবাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার সাদিরা খাতুন বলেন, নড়াইল জেলা পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে কাজ করে যাচ্ছে। জাতীর বীর সন্তানদের সম্মান দেখানো এটা আমাদের জন্য কর্তব্য মনে করছি। বীর মুক্তিযোদ্ধারা যে চেতনা নিয়ে
দেশ স্বাধীন করেছিলেন তাদেরকে সম্মান দেখানো এটা কর্তব্যের একটি অংশ। তিনি আরও বলেন, এই প্রতীকী চেয়ার আমি  অফিসে রাখছি। চার থানাতেও রাখছি। এই চেয়ারটা দেখে অনেকে অনুপ্রাণিত হবেন।
পুলিশের কাছে সেবা প্রত্যাশীরা এসে এই চেয়ার দেখে বুঝতে পারবেন যে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান করতে হয়। মুক্তিযোদ্ধাদের মনের গভীর থেকে শ্রদ্ধা ও ভালোবেসে আমরা এ কাজটা করেছি।