শিরোনাম
গাজীপুর, ৫ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস): জেলার টঙ্গীর সৈলারগাতি এলাকায় পরিচ্ছন্ন পরিবেশ ও ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কর্মসূচির আয়োজন হয়েছে।
আরবান প্রোগ্রাম ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় গতকাল বিকেলে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচি উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী প্রায় ৫ হাজার দুস্থ পরিবারের মধ্যে মশারি বিতরণ করেন। এছাড়াও বাসা-বাড়ির আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে মিনি ডাস্টবিন বিতরণ ও অসহায় পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এএসএম সফিউল আজমের সভাপতিত্বে এবং ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম নূরুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মতিউর রহমান মতি, ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন প্রমুখ।