বাসস
  ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৫

ভোলার মেঘনায় অবৈধ মশারি জাল ও খুটি জব্দ

ভোলা, ৮ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস) : জেলার উপজেলা সদরের মেঘনা নদী থেকে আজ সকালে ৫ হাজার মিটার অবৈধ মশারি জাল ও জাল পাতার প্রায় ৪’শ খুটি জব্দ করেছে স্থানীয় মৎস্য বিভাগ। শুক্রবার সকালে মেঘনার ইলিশা পয়েন্ট থেকে তুলাতুলি পর্যন্ত অভিযানে একটি ইঞ্জিনচালিত নৌকার মধ্য থেকে এসব জাল ও খুটি উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ বাসস’কে জানান, শুক্রবার ভোর থেকে সকাল ১০ টা পর্যন্ত অবৈধ জালের বিরুদ্ধে অভিযান চালানো হয়। পরে জব্দ জাল ও খুটি পুড়িয়ে বিনষ্ট করা হয়। ঘন ফাসের এসব অবৈধ মশারির জাল সব ধরনের মাছ ও জীববৈচিত্র’র জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই অবৈধ জালের বিরুদ্ধে অভিযান চলমান রাখার কথা জানান তিনি।