শিরোনাম
লক্ষ্মীপুর, ৮ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস) : পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার এ প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে লক্ষ্মীপুরে আজ র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার সকালে কালেক্টরেট ভবনের সামনে থেকে বর্ণাঢ্য একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কালেক্টরেট ভবনের সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নিগার’র সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহেল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিয়াংকা দত্ত প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন- জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা শাহাদাত হোসেনসহ শিক্ষক ও শিক্ষার্থীসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।