শিরোনাম
সিলেট, ৯ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস) : সিলেটে ১০ দিন পর ফের ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
আজ শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১৮ মিনিটে এ সিলেট মহানগরী ও আশপাশ এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ সজিব হোসাইন এ তথ্য নিশ্চিত করে জানান, এর উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্য।
এর আগে গত ২৯ আগস্ট দুপুর ১টা ১৩ মিনিটে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৬। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা থেকে ১৮ কিলোমিটার দূরে ভারতের মেঘালয় রাজ্যে।
এর আগে চলতি বছরের ১৪ আগস্ট রাত ৮ টা ৪৯ মিনিটের দিকে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। সেই ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার কাছাকাছি বলে জানায় আবহাওয়া অফিস। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৫।