শিরোনাম
বগুড়া, ১০ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস) : বগুড়া বিসিকের উদ্যোগে পাঁঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে আজ।
বেলা সাড়ে ১১টায় বগুড়া বিসিক কার্যালয়ে প্রশিক্ষণের কোর্সের (১ম ব্যাচ) উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ-আল-মারুফ। বগুড়া বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক একেএম মাহফুজুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আখতারুজ্জামান।
বিজনেস প্লানসহ অন্যান্য বিষয়ের উপর ১০ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ২৫ প্রশিক্ষণার্থীকে এই প্রশিক্ষণ প্রদান করা হবে।
প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ-আল-মারুফ বলেন, উদ্যোক্তা হতে বেশি পুঁজির প্রয়োজন হয় না। প্রধানমন্ত্রী বলেছেন- দেশে দক্ষ উদ্যোক্তা তৈরি করতে হবে, যাতে তারা অন্যেকে চাকরি দিতে পারে। একজন দক্ষ উদ্যোক্তা হতে হলে প্রশিক্ষণ জরুরী। বিসিক দক্ষ উদ্যোক্তা তৈরিতে কাজ করে যাচ্ছে।
বিসিক শিল্পনগরী কর্মকর্তা শাহিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- বগুড়া জেলা বিসিক কার্যালয়ের উপ-ব্যবস্থাপক জিন্নাত আরা ও উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন- শাহাদাত হোসেন ও মাশরুফা আক্তার।