বাসস
  ১১ সেপ্টেম্বর ২০২৩, ১১:১১

নওগাঁয় দিনব্যাপী শুদ্ধ উচ্চারণ উপস্থাপনা ও আবৃত্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ, ১১ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস): জেলায় আজ শুদ্ধ উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তি বিষয়ক কর্মশালা শুরু হয়েছে।  
সকাল সাড়ে ১০টা থেকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে উচ্চারণ পাঠশালা নওগাঁ। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন কলকাতার বিশিষ্ট বাচ্যিক শিল্পী দীপন সেনগুপ্ত।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রবিন শীষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন।
উচ্চারণ পাঠশালার পরিচালক তানিয়া খন্দকারের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন এবং যশোর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন দাস। 
মোট ৭৫ জন প্রশিক্ষণার্থী এ র্মশালায় অংশগ্রহণ করছে। 
বাসস/এনডি/সংবাদদাতা/১১১০/-নূসী