বাসস
  ১১ সেপ্টেম্বর ২০২৩, ১২:২২

কুমিল্লার বুড়িচং উপজেলায় ভিজিডির চাল বিতরণ

কুমিল্লা (দক্ষিণ), ১১ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস) : শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুদা হবে নিরুদ্দেশ- এ সেøাগানকে সামনে রেখে আজ বেলা ১১টায় কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভিজিডির সুবিধা ভোগী ১৮০ জনের মাঝে ৩ মাসের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময়ে মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাহেব আলী, ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা পরিষদের উন্নয়ন কর্মকর্তা মোঃ ফজলে রাব্বি। 
মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাহেব আলী বাসসকে বলেন, বিগত দিনের মত এবারও আমরা ভিজিডির সুবিধা ভোগী ১৮০ জনের মাঝে  প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করি।  
এ সময় উপস্থিত ছিলেন, মোকাম ইউনিয়ন পরিষদের সচিব মোঃ লিয়াকত আলী, পরিষদের মেম্বার মোঃ শাহ মোঃ অহিদুর রহমান, মেম্বার মোঃ জাকির হোসেন, মেম্বার শাহ আলম, মেম্বার নুরুল ইসলাম, মেম্বার আবাদ মিয়া, মেম্বার জসীম উদ্দিন, মেম্বার আবু চৌধুরী, মহিলা মেম্বার রোমানা শেলী, মেম্বার শিল্পী আক্তার ও যুবলীগ নেতা আমির হোসেন প্রমুখ।