বাসস
  ১২ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৬
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ২০:২৫

পাবনায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

পাবনা, ১২ সেপ্টেম্বর ২০২৩ (বাসস) : পাবনা সদর উপজেলায় ২০২৩-২০২৪ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ-২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মাসকলাই ফসলের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের হলরুমে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পাবনার উপ-পরিচালক ড.  মো. জামাল উদ্দিন।
পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী,  জেলা কৃষক লীগের সভাপতি শহিদুর রহমান শহিদ, সাংগঠনিক সম্পাদক শাহাদত  হোসেন মুন্সী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু সাঈদ শিখনসহ বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও স্থানীয় কৃষক।
উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী জানান, উপজেলার দশটি ইউনিয়নের  মোট ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পর্যায়ক্রমে এসব বীজ ও সার বিতরণ করা হচ্ছে। জনপ্রতি ৫  কেজি মাসকলাই’র বীজ, ১০  কেজি ডিএপি ও ৫  কেজি এমওপি সার  দেওয়া হয়।