বাসস
  ১৩ সেপ্টেম্বর ২০২৩, ২১:১৯

শরীর ও মন সুস্থ রাখতে শরীরচর্চা ও খেলাধুলার বিকল্প নেই : শিক্ষামন্ত্রী

চাঁদপুর, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস) : শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি বলেছেন, শরীর ও মন সুস্থ রাখার জন্য শরীরচর্চা ও খেলাধুলার বিকল্প নেই।
আজ চাঁদপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, শরীরকে সুস্থ রাখার জন্য, মনকে সুস্থ্য ও সতেজ রাখার জন্যে এবং খেলোয়াড়ী মনোভাবের কারণে আজকে তোমরা চূড়ান্ত পর্যায়ে এসে একদল চ্যাম্পিয়ন এবং আরেকদল রানার আপ হয়েছ। এতে সবাই খুশি।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে ফুটবল খেলতেন। বঙ্গবন্ধু এবং তাঁর পিতার ফুটবল দল ছিল এ কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ও তার সন্তানরা খেলাতে দারুণ রকম উৎসাহী ছিলেন। শেখ কামাল ও শেখ জামাল দুইজনেই ভাল খেলোয়াড় ছিলেন। শেখ কামাল বাংলাদেশের আধুনিক ফুটবলে অগ্রজ ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি আবাহনী ক্রীড়া চক্র গঠন করেছিলেন এবং একজন বড় ক্রীড়া সংগঠক ছিলেন। 
শহরের বাবুরহাট স্কুল ও কলেজ মাঠে সদর উপজেলা টুর্নামেন্ট কমিটির আয়োজনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত। বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত।