বাসস
  ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৩১

কাশিয়ানীতে ছাগল বিতরণ

গোপালগঞ্জ, ১৪ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস) : জেলার কাশিয়ানী উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে বৃহস্পতিবার  সকাল ১০টায় ২০ টি মৎস্যজীবী পরিবারের মধ্যে ছাগল ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।
দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ২০ টি পরিবারের মাঝে দুইটি ছাগল, ছাগল লালন-পালনের জন্য একটি ঘর ও খাদ্য বিতরণ করা হয়েছে।
উপজেলা নিবার্হী অফিসার মোঃ মেহেদী হাসান প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সিনিয়র সহকারী পরিচালক (মৎস্য) দেলোয়ার হোসেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, জেলা মৎস্য অফিসার বিজন নন্দী,উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়, উপজেলা কৃষি অফিসার কাজী এজাজুল করিম, সমবায় অফিসার মোরাদ আলী, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল আলম মুন্না, রিপোটার্স ফোরামের উপদেষ্টা মোঃ মিল্টন খান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক লিলি রানী বিশ্বাস।