শিরোনাম
বগুড়া, ১৫ সেপ্টেম্বর ২০২৩ (বাসস) : জেলা সদরে আজ বেশি দামে আলু বিক্রি ও ক্রয়-বিক্রয়ের ভাউচার না থাকায় দুই আলু ব্যবসায়ীকে মোট সাতহাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১১ টায় শহরের ফতেহ আলী ও রাজাবাজারে এ অভিযান পরিচালনা করেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, শুক্রবার দুপুরে শহরের রাজাবাজার ও ফতেহ আলী বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় পাইকারী ও খুচরা বাজার পরিদর্শনকালে বেশি দামে আলু বিক্রি ও ক্রয় ভাউচার না থাকায় দুই ব্যবসায়ীকে সাতহাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি জানান, অভিযানকালে ব্যবসায়ীদের অতিরিক্ত দামে আলু বিক্রি থেকে বিরত এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ করতে সতর্ক করা হয়েছে।
অভিযানে বগুড়া জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।