বাসস
  ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২৬

ঝিনাইদহে দুস্থ ও অসহায়দের বিনামুল্যে স্বাস্থ্যসেবা প্রদান

ঝিনাইদহ, ১৬ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস): জেলার শৈলকুপায় আজ বিনামুল্যে এক হাজার দুস্থ ও অসহায়দের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। সেই সাথে দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের ঔষধ।
শনিবার সকালে উপজেলার হাকিমপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বিনামুল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন করেন চেয়ারম্যান শিকদার ওয়াহিদুজ্জামান ইকু।
শৈলকুপা উপজেলা পরিষদের প্রয়াত উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন ও তার সহধর্মীনি মরহুমা শেফালী বেগমের স্মরণে আয়োজিত এ ক্যাম্পে ঝিনাইদহ সদর হাসপাতাল, শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করেন।
এসময় শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এস এম মিজানুর রহমান মিজান, ইউনিয়নের সচিব প্রসেনজিৎ কুমার সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাওন শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন ।
সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত চলা এ  মেডিকেল ক্যাম্পে হাকিমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১ হাজার মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। পরামর্শ ছাড়াও বিনামুল্যে ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, ইজিসি, ডেঙ্গু পরীক্ষার সুযোগ পেয়েছেন। এছাড়াও ঔষধ বিতরণ করা হয়।