শিরোনাম
জয়পুরহাট, ২৪ সেপ্টেম্বর, ২০২৩(বাসস): জেলার আক্কেলপুরে সমতলভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় রোববার সকালে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় চত্বরে বিনামুল্যে সোনালী লেয়ার জাতের মুরগি ও মুরগির ঘর বিতরণ করা হয়েছে।
আক্কেলপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলার বিভিন্ন গ্রামে সমতলভূমিতে বসবাস করা ৫০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ২০টি করে মুরগি ও একটি করে ঘর বিতরণ করা হয়েছে।
আক্কেলপুর উপজেলা প্রাণীসম্পদ বিভাগ জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান জনবান্ধন সরকারের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে সমতলভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় বিনামূল্যে ২০টি করে সোনালী লেয়ার জাতের মুরগী ও মুরগী পালনের ঘর প্রদান করা হয়। এতে তাদের জীবনমান উন্নয়নের পাশাপাশি নারীর ক্ষমতায়ণ ও সুশাসন নিশ্চিত করা সম্ভব হবে।
এ সময় উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম, পৌর মেয়র সহিদুল আলম চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন প্রমুখ।