বাসস
  ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৬

ঝিনাইদহে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

ঝিনাইদহ, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস) : ঝিনাইদহে গরীব মেধাবী ছাত্র-ছাত্রী ও অসহায় মহিলাদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
জেলা পরিষদের উদ্যোগে মঙ্গলবার সকালে ৭০টি বড় ও ২০টি ছোট বাইসাইকেলসহ ৯০টি বাইসাইকেল ও ১৫৩টি সেলাই  মেশিন বিতরণ করা হয়। 
ঝিনাইদহ জেলা পরিষদের  চেয়ারম্যান ড এম হারুন অর রশিদ নিজ হাতে তুলে দেন এসব বাইসাইকেল ও সেলাইমেশিন। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী  মো. রফিকুল ইসলাম, সিএ শেখ শফি উদ্দিন,শেখ লোকমান হোসেন আপেল ও সংরক্ষিত মহিলা সদস্য অনিতা প্রমুখ। 
সেলাই মেশিন পাওয়া রাহেলা বেগম বললেন, খুবই অভাব অনটনের মধ্য দিয়ে তার দিনকাটে। এই  সেলাই মেশিন পাওয়ায় তিনি অনেক উপকৃত হয়েছেন। সেলাই কাজ করে এখন তার সংসারে সচ্ছলতা ফিরবে বলে জানান তিনি। 
স্কুল ছাত্রী উম্মে কুলসুম জানান, বহু দুর থেকে পায়ে হেটে স্কুলে যাতায়াত করতে হতো। এই বাইসাইকেল পাওয়ায় এখন তার নিয়মিত স্কুলে  যাওয়া আসা করা সহজ হবে।