বাসস
  ২৬ সেপ্টেম্বর ২০২৩, ২১:০৪

প্রধানমন্ত্রীর দেয়া আড়াই হাজার কোটি টাকার প্রকল্পে চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থাকে সাজানো হচ্ছে : মেয়র

চট্টগ্রাম, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস) : চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর দেয়া আড়াই হাজার কোটি টাকার প্রকল্পের আওতায় পুরো নগরীর যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। তবে, বর্তমানে সড়ক দুর্ঘটনায় হতাহত কমানো এক বড় চ্যালেঞ্জ। এজন্য নগরীজুড়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ফুটওভার ব্রিজ গড়ে তোলা হচ্ছে। 
আজ মঙ্গলবার নগরীর ষোলশহর ২ নং গেট জংশনে ফুটওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মেয়র একথা বলেন।
মেয়র বলেন, জনগণ ফুটওভারব্রিজ ব্যবহার করলে, নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালালে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা কমানো সম্ভব হবে। তবে, সড়ক দুর্ঘটনা কমাতে প্রয়োজন জনসচেতনতা। পথচারী ও চালকদের সচেতনতা চট্টগ্রাম নগরীতে সড়ক দুর্ঘটনা কমাতে পারে।
অনুষ্ঠানে কাউন্সিলর মো. মোরশেদ আলম, জোবাইরা নার্গিস খান, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদা, রাজনৈতিক বিশ্লেষক ড. মাসুম চৌধুরী, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপ্লব দাশ, মো. শাহিনুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আবু ছিদ্দীক, রিফাতুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন ।
এছাড়া, মোহরা ওয়ার্ডে দেওয়ান মহসিন সড়ক, পল্টনিয়া তালুকদার সড়ক, কাজী বাড়ি সড়ক এবং বাদামতল মোড় সংলগ্ন শাহাজী চত্বর উদ্বোধন করার পর সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেয়র।
রেজাউল করিম চৌধুরী বলেন, একসময়ের অবহেলিত মোহরা ওয়ার্ডের উন্নয়নে শত কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। শহরের প্রান্তিক অঞ্চলে থাকায় ভৌগোলিক কারণে যে কয়েককটি ওয়ার্ড পিছিয়ে আছে তার একটি মোহরা। এ কারণে মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পর এই প্রান্তিক অঞ্চলের মানুষের ভাগ্যবদলে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করি। 
তিনি বলেন, ‘বর্তমানে ১০ টি উপ-প্রকল্পের মাধ্যমে মোহরা ওয়ার্ডে ৬৭ কোটি টাকা বিনিয়োগের কার্যক্রম চলমান আছে। এছাড়া, আরো ফান্ড যোগ করে মোট ১০০ কোটি টাকা বিনিয়োগ করে পুরো মোহরার যোগাযোগ ব্যবস্থাকে পূর্ণাঙ্গ রূপ দেয়া হবে।’ 
বর্তমান সরকার দরিদ্র জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করছে জানিয়ে মেয়র বলেন, শেখ হাসিনার মূল লক্ষ্য দরিদ্রদের ভাগ্যোন্নয়ন। এ কারণে টিসিবির মাধ্যমে স্বল্প আয়ের মানুষদের ন্যূনতম মূল্যে খাদ্য সরবরাহ করা হচ্ছে। শিক্ষার্থীদের বছরের প্রথম দিনে নতুন বই ও বৃত্তি দেয়া হচ্ছে। ফ্লাইওভার, টানেল, ইকোনোমিক জোন, এক্সপ্রেসওয়ে দিয়ে চট্টগ্রামকে বিশ্ববাণিজ্যের হাব হিসেবে গড়ে তোলা হচ্ছে৷ 
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ  আবদুচ ছালাম বলেন, চট্টগ্রামের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ কোটি টাকা ব্যয় করেছেন। এ কারণে চট্টগ্রামের মানুষ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার পক্ষেই আগামী নির্বাচনে মত দিবেন। তবে, নানামুখী ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঘরে বসে থাকা চলবে না৷ বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনে রাজনৈতিক নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ নারী ভোটারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।